বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ এরই মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এতে কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওখান থেকে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ‘ফণী’। শেষ পর্যন্ত গতিপথ ঠিক থাকলে ‘ফণী’শুক্রবার মধ্যরাতে খুলনার উপকূলে আঘাত হানার পর রাজশাহী ও রংপুর দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অন্তত তাই বলছে। তবে এটি পরিবর্তনও হতে পারে। সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ফণী। এর প্রভাব থাকতে পারে দুদিন।
যে কারণে শুক্রবার সারারাত ও শনিবার (০৪ মে) দিনভর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম