ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি)।
আজ বিকাল থেকে এ রুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকাল থেকে ফেরি চললেও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
মানিকগঞ্জের বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আপাতত ফেরিগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল