ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সারারাত বাংলাদেশে অবস্থান করবে এবং শনিবার পর্যন্ত এর প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর মধ্যে বেশকিছু জেলায় আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। জেলাগুলো হল- বরগুণা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, পিরোজপুর, ঝালকাঠী, চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে।
বিডি প্রতিদিন/হিমেল