ঘূর্ণিঝড় ফণী’তে বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নং- ০২৯৫৪০৭০১।
পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণ পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
তিনি জানান, এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা আছে এবং এই কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে, যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া আছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৯/আরাফাত