২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশের ৮টি কেন্দ্রে ৪২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮৯ জন পাস করেছে। পাসের হার ৯১.৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮২.২০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।
এর আগে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফলের সারসংক্ষেপ ফলাফল শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৯/মাহবুব