বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রমজানে ক্রেতাদেরও সংযমী হতে বলেছেন। তিনি বলেন, রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার খবর শোনা যায়। এক্ষেত্রে ভোক্তারাও দায়ী। কারণ তারা সব পণ্য একসঙ্গে কিনতে চান। আর এ কারণে ব্যবসায়ীরা সুযোগ নেন। তাই এ মাসে ক্রেতাদেরও সংযমী হতে হবে।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে সংযমের মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী।
যে কোনও উৎসবের সময় বেশি ক্রয় করে চাহিদা বাড়িয়ে দেয়া বাংলাদেশের ক্রেতাদের একটি অভ্যাস বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। বাজারে পণ্যের দ্রব্যমূল্য নিয়েও আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। এবার রমজানে মানুষের ওপর চাপ পড়বে না। রোজা সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন রয়েছে।
রমজান মাসে প্রতিদিন বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, রমজানে প্রতিদিন মন্ত্রণালয়ের চারটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। তবে এতো বড় বাজার চারটি টিম দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আমাদের জনবল বাড়ানোর জন্য আলোচনা চলছে। রাতারাতি জনবল বাড়ানো যায় না।
বিডি-প্রতিদিন/শফিক