রাজা বা জমিদার হতে আসিনি বলে মন্তব্য করে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলের বড় দুঃসময়ে আমি রাজনীতিতে এসেছি। আমি রাজনীতিতে লাভবান হতে আসিনি। আমি সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি, এটাই আমার লক্ষ্য। তিনি জানান, রাজা বা জমিদার হতে নয়, দলকে ‘সঠিক পথে’ পরিচালনা করাই হবে তার প্রধান কাজ।
আজ ঢাকার বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জি এম কাদের আরও বলেন, এখন থেকে দলের কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তিনি বলেন, দু-একজন যারা আছেন, তারাও নিশ্চয় অনুধাবন করবেন যে আমি তাদের উপর কর্তৃত্ব করার জন্য আসিনি। আপনারা আসবেন। দলের ভালোর জন্য আপনারা মতামত দেবেন। আপনাদের কথা মত আমি দলকে সামনের দিকে এগিয়ে নেব।
জাতীয় যুব সংহতির সভাপতি ও দলের ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার