প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিনল্যান্ড থেকে আনতে যাওয়া সেই বিমানের পাইলট পরিবর্তন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ নিয়ে কাতার গিয়ে দেশটির ইমিগ্রেশনে আটক পাসপোর্টবিহীন পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদের পরিবর্তে ক্যাপ্টেন আমিনুলকে পাইলটের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাপ্টেন আমিনুলকে পাঠাতে বেসামরিক বিমানসহ সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে ইতোমধ্যে ছাড়পত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে বিমানের দোহাগামী নিয়মিত ফ্লাইটে (বিজি-০২৫) তার ঢাকা ত্যাগ করার কথা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফজল মাহমুদকে কাতারের এয়াপোর্টের একটি হোটেলে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রাতেই রিজেন্ট এয়ারওয়েজের একটি ফিরতি ফ্লাইটে তাকে দেশে পাঠানো হবে অথবা তাকে নন-অপারেটিং পাইলট হিসেবে দেশে ফেরত আনা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। ৮ জুন দোহা বিমানবন্দর হয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম