প্রিয় মানুষগুলোর সাথে ঈদ উদযাপন শেষে এবার কর্মব্যস্ত নগরী ঢাকায় ফেরার পালা। ঝামেলা এড়াতে অনেকে আগেভাগেই ফিরছেন রাজধানীতে। আর তাই কর্মচঞ্চল হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আজ ভোর থেকে যাত্রীদের পদচারণায় সদরঘাট আগের রূপে ফিরেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও বাড়ছে টার্মিনাল।
লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত ৬০টি লঞ্চে এক লাখেরও বেশি যাত্রী ঢাকায় প্রবেশ করেছে। ভোর থেকে বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রীবোঝাই লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে লঞ্চ ও যাত্রী বাড়তে থাকে।
ফলে লঞ্চ ও যাত্রীর চাপে টার্মিনালে জনজট ও লঞ্চজট দেখা গেছে। এমনকি টার্মিনালে ভিড়তে না পেড়ে অনেক লঞ্চ অন্য লঞ্চের ভেতর দিয়ে যাত্রী নামাতে হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল