১৬ জুলাই, ২০১৯ ২২:১৩

দশ বছরে প্রাইমারিতে নিয়োগ হয়েছে ১ লাখ ৭৯ হাজার শিক্ষক

অনলাইন ডেস্ক

দশ বছরে প্রাইমারিতে নিয়োগ হয়েছে ১ লাখ ৭৯ হাজার শিক্ষক

প্রতীকী ছবি

বিদ্যালয়বিহীন এলাকায় ১ হাজার ৪৯৫টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এছাড়া গত দশ বছরে (২০০৯-২০১৮) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৩ পার্বত্য জেলা ব্যতীত) ১ লাখ ৭৯ হাজার ৭১৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রি ফজিলাতুন নেসা, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল এবং ফখরুল ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন। 

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সংসদের ফ্লোরে দেওয়া প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। ২য় পর্যায়ে আরো ৩২৯টি উপজেলায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য প্রকল্প প্রণয়ন কাজ চলছে।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর