সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আজ কুলখানি অনুষ্ঠিত হবে। বুধবার বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এ কুলখানি আয়োজন করা হয়েছে।
প্রয়াত সাবেক এই রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
এর আগে, গত ২৬ জুন সকালে অসুস্থবোধ করলে এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ঢাকায় তিন দফা এবং মঙ্গলবার বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চতুর্থ ও শেষ দফায় নামাজে জানাজা শেষে এরশাদের মরদেহ তার স্বপ্নের বাসভবন রংপুরের পল্লী নিবাসে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব