১৭ জুলাই, ২০১৯ ১০:৫৭

কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ

অনলাইন ডেস্ক

কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৮২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন। 

বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭,২৮৬ শিক্ষার্থী

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা একটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর