১৭ জুলাই, ২০১৯ ১২:২৭

বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে পাসের হার ৯৪.০৭, ২৬ জন জিপিএ-৫

অনলাইন ডেস্ক

বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে পাসের হার ৯৪.০৭, ২৬ জন জিপিএ-৫

উত্তীর্ণ পরীক্ষার্থীদের উল্লাস (ফাইল ছবি)

এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে ২৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন। পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

বুধবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এরআগে সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর