১৭ জুলাই, ২০১৯ ১৪:১২

কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা, পাসের হারে বিজ্ঞান বিভাগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা, পাসের হারে বিজ্ঞান বিভাগ

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৭.৭৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৯৪৪ জন এবং এ বছর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩০টি, গতবার ছিল ১৪টি। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বুধবার বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলার ১৮৬টি কেন্দ্রে ৩৮৬টি কলেজ থেকে ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। এব ছর বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৮.৬৪%, মানবিক বিভাগে ৭২.৩৫% ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৬.৯৮%। অপর দিকে গড় পাসের দিক দিকে মেয়েরা কিছুটা এগিয়ে আছে। ছেলেদের গড় পাসের হার ৭৭.১২ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর