পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে বলে জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তিনি বলেন, ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট ও ঈদের পরদিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে এসব বিশেষ ট্রেন।
আজ মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে। অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট রাজধানীর ৫টি স্টেশনে বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। রোজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার