আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার ব্যক্তিগত সহকারি বিপ্লব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ সোমবার সকালে বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে এনজিওগ্রাম করার পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এখন এনজিওগ্রাম করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ