ইভিএম নিয়ে বিএনপি ভোট কারচুপির অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, বিএনপির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ইভিএম পদ্ধতিতে কোনো রকম ভোট কারচুপির সুযোগ নেই।
মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি এবং ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
এসময় তিনি আরও বলেন, বিএনপি যদি ভালোভাবে দেখেন তাদের এ ভুলটা কেটে যাবে। এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ইভিএম ব্যবহার নিয়ে কোন অসুবিধা নেই। তাছাড়া নতুন কোনো প্রযুক্তি আসলে কিছুটা বিতর্ক থাকেই। কিন্তু কয়েকটি নির্বাচনে গেলে তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো রকম সমস্যা নেই। প্রার্থীদের মধ্যে কোনো রকম সংঘাত অসন্তুষ লক্ষ্য করা যায়নি। ঢাকায় বসে নির্বাচনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নিয়েছি।
ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন রকম ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে বেশ কয়েকটি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন