ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মহাসুবিধায় আছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুখে কুলুপ লাগানো। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।
এইচটি ইমাম আরও বলেন, ২০০৪ সালের লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি আমিই সামনে এনেছিলাম। কিন্তু পরিস্থিতিতে আমাদের চাইতে বিএনপি অনেক উপরে। তাদের প্রচার কাজ চালাতে বাধা নেই। তিনি বলেন, নির্বাচনী আচরণ-বিধি অনুযায়ী সরকারিসুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। এক্ষেত্রে বিএনপি মহাসুবিধায় আছে। তাদের তো সব নেতাই প্রচারে অংশ নিতে পারবেন। কিন্তু আমাদের তো মুখে কুলুপ লাগানো।
বিডি প্রতিদিন/এ মজুমদার