১৯ জানুয়ারি, ২০২০ ১১:৫২

'আমিন', 'আমিন', ধ্বনিতে মুখরিত তুরাগপাড়

আফজাল হোসেন, টঙ্গী

'আমিন', 'আমিন', ধ্বনিতে মুখরিত তুরাগপাড়

টঙ্গী তুরাগ নদের তীরে দ্বিতীয় পর্বের সা'দ অনুসারীদের আখরি মোনাজাতের মধ‍্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটেছে। আজ বেলা ১১টা ৪৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে তা ১২টা ৭ মিনিটে শেষ হয়। মোনাজাতের প্রথম ৬ মিনিট আরবিতে দ্বিতীয় ১২ মিনিট উর্দুতে। মোনাজাত পরিচালনা করেন ভারতের মুরব্বি মাওলানা জামসেদ।

মোনাজাতে দুনিয়ায় সকল উম্মাহর জন্য শান্তি কামনা ও সকল গুনাহর জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়। এসময় মুসল্লিদের কান্নায় চোখের পানি আর 'আমিন', 'আমিন' ধ্বনিতে প্রকম্পিত হয় উঠে ইজতেমা ময়দান। এবাবের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত ১০ জানুয়ারি শুরু হয়ে ১২জানুয়ারি  আখেরি  মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে আজ রবিবার আখেরি মোনাজাতের মধ‍্য দিয়ে উভয় পর্বের সমাপ্তি ঘটে।

কাল সোমবার সা'দ অনুসারীরা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। ২০২০ সালের বিশ্ব ইজতেমা শেষ হওয়ার পর ২০২১সালের বিশ্ব ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর