১৯ জানুয়ারি, ২০২০ ১৫:৫০

পরপর ৪ বার গিনেজ বুকে বাংলাদেশি সুদর্শন

অনলাইন ডেস্ক

পরপর ৪ বার গিনেজ বুকে বাংলাদেশি সুদর্শন

পরপর ৪ বার প্রথম বাংলাদেশি হিসেবে যন্ত্রসংগীতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন পণ্ডিত সুদর্শন দাশ। সিলেটে তার স্বপ্নজয়ের গল্প আর সাফল্যের কথা শোনালেন যন্ত্রসংগীতের এই প্রতিভাবান শিল্পী। তিনি এই অর্জন ছড়িয়ে দিতে চান তরুণদের মাঝে।

জানা গেছে, পণ্ডিত সুদর্শন দাশের যন্ত্রসংগীতে হাতেখড়ি চট্টগ্রামে, পরে কলকাতার শান্তিনিকেতনে শিখনের পূর্ণতা পায়। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চার বছর তবলা, ঢোল, ড্রামস ও ড্রামস সেট ভিন্ন আঙ্গিকে বাজিয়ে গিনেস বুক অব রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এই নাগরিক।

সুদর্শন দাশ জানান, ‘কঠোর পরিশ্রম ছাড়া কোনোদিন লক্ষ্যে পৌঁছানো যায় না।’ সম্প্রতি সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সিলেটের ক্ষুদে শিল্পীদের তবলায় দু'দিনের প্রশিক্ষণ দেন এই বিস্ময়মানব। রকমারি তালযন্ত্রে মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি সিলেটের দর্শক ও প্রশিক্ষণার্থীদের গিনেজ রেকর্ডসের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সুদর্শন দাশ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর