আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
আজ রবিবার এক শোকবার্তায় তিনি মরহুম দু’জনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, আবুল হাসান চৌধুরী মনে করেন এই দু’জন মহান ব্যক্তিত্বের মৃত্যুতে জাতি তাদের দু’জন অভিভাবককে হারালো।
বিডি-প্রতিদিন/শফিক