‘করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি পরীক্ষা ‘এফসিপিএস’ স্থগিত করা হয়েছে।
রবিবার বিসিপিএস’র কাউন্সিলরদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিসিপিএস’র ইতিহাসে এই প্রথম এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হলো।
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস মহামারীর কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিপিএস’র জুলাই ২০২০ সেশনের সকল পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), প্রিলিমিনারী এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব স্পেশালিটি) এবং এমসিপিএস স্থগিত করা হলো।’
বিজ্ঞীপ্ততে আরো বলেন, ‘জুলাই ২০২০ সেশনের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা একই রেজিস্ট্রেশন দিয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও এই সেশনের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা, তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে কলেজের নিয়মানুযায়ী তা করতে পারবেন। এফসিপিএস (সাব-স্পেশালিটি) পরীক্ষার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে থিসিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরবর্তী পরীক্ষার জন্য তার বৈধতা থাকবে।’
উল্লেখ্য, বিসিপিএসের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হলো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন