ইতালি সিসিলিতে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই বাংলাদেশি হলেন, সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯)।
সিসিলির রাজধানী পালারমোতে দুই বাংলাদেশির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক ইতালিয়ান ছাত্রী। তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দেখা গেছে, ধর্ষণের ভিডিও তারা নিজেদের ফোনে ধারণ করে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানায়, ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অপরাধীরা শনাক্ত হয়। এর পর শুরু হয় অনুসন্ধান।
পুলিশ জানিয়েছে, গত ৪ জুনের ভোরের ঘটনা। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন