সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা নিজ জন্মভূমিতে স্ত্রীর কবরের মধ্যেই দাফন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক কামাল লোহানীকে।
শনিবার (২০ জুন) রাত পৌনে দশটায় তাকে সোনতলা কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান এবং তার কফিনে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব মেনে জানাযায় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি ও সলপ ইউপি চেয়ারম্যান শওকত ওসমান ও প্রশাসনের কর্মকর্তাসহ তার ভক্ত ও স্বজনরা অংশগ্রহণ করেন।
কামাল লোহানীর ভাতিজা আকিব লোহানী জানান, রাত নয়টার দিকে মরদেহ ঢাকা থেকে উল্লাপাড়া সোনতলা এসে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর কামাল লোহানীর স্বজন ও ভক্তরা কান্না ভেঙ্গে পড়েন। পরিবারের একমাত্র অভিভাবকে হারিয়ে পরিবারের সকলেই শোকে স্তব্ধ হয়ে পড়েন। রাত সাড়ে নয়টার দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা শেষে কামাল লোহানীকে তার সহধর্মিনী দিপ্তী লোহানীর কবরের মধ্যেই দাফন করা হয়।
তিনি আরও জানান, এ কবরস্থানেই কামাল লোহনীর বাবা মুছা আলী খান লোহানী, মা রিজিয়া লোহানী ও ভাই দেলাল লোহানীসহ অনেক আত্মীয়স্বজন শায়িত আছেন।
এদিকে,সিরাজগঞ্জ জেলার একমাত্র একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানীর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গণে শোকের কালো ছায়া বিরাজ করছে।
তার মৃত্যুর খবর পাওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে কামাল লোহানীর নিজ বাড়িতে দলে দলে ভক্ত ও শুভাকাঙ্খীরা ভিড় করতে থাকে। সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিরা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সকলেই।
সিরাজগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলছেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির, উদীচী শিল্পীগোষ্ঠী ও সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উপদেষ্টা হিসেবে সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন কামাল লোহানী। তার মৃত্যুতে আমরা অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা আন্দোলনের একজন নেতৃত্বকে হারালাম। তার মৃত্যুতে সাংস্কৃতিক জোট তিনদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম শোক প্রকাশ করে জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের দুইজন কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রখ্যাত লেখক, ভাষা সৈনিক ও সাংবাদিক কামাল লোহানীকে হারালাম। এজন্য সিরাজগঞ্জবাসী গভীরভাবে শোকাহত। দুই গুনীজনের মৃতুতে দেশের যে পরিমান ক্ষতি হলো তা কখনো পূরণ হবে না।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, সামাজিক দুরত্ব মেনে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কামাল লোহানীকে সোনতলা কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর