করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস পর এমিরেটস এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে।
শিডিউল মোতাবেক বুধবার রাত ১টা ৫২ মিনিটে ২৫৮ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে ভোর ৫টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
আগামী ৭ জুলাই পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এ রুটে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও ট্রানজিট যাত্রীদের পরিবহন করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ