বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এবং সাবেক জেলা ও দায়রা জজ সামীম আফজাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
শুক্রবার বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারুয়া গ্রামের আবজার পাড়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাইতুল মোকারক মসজিদের পেশ ঈমাম এসানুল হক জিলানীসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মরহুমের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন। এ সময় এলাকাবাসী উনার অবদানের কথা স্বরণ করেন এবং আত্মার মাগফেরাত কামনা করেন।
জানাজা শেষে আশুগঞ্জের তারুয়া নিজ গ্রামে বাবা মায়ের কবরের পাশেই তার দাফন সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ