দুবাই থেকে আরও ২৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি শুক্রবার বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৪৩ বাংলাদেশি দেশে ফেরেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ