৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনে ‘জয় বাংলা একাত্তর’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। এতে ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ সভাপতি ও ডা. মাহফুজ আলম খান রাতুল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অনলাইনে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রায় ৬৫০০ জন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচনের এই ভোট অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. রাতুল বলেন, বিশ্বব্যাপী এই করোনা পরিস্থিতির মধ্যেও জনগণের সঠিক চিকিৎসা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। তা আরও বেগবান করতে এবং দেশের প্রতিটি মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নবনির্বাচিত এই কমিটির প্রতিটি সদস্যে দেশের বৃহৎ এই স্বাস্থ্য ক্যাডারের সকল সহকর্মী ও বন্ধুদের নিয়ে একযোগে কাজ করবে। একইসাথে এই করোনা ক্রান্তিকালে দেশের প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, আন্তঃক্যাডার বৈষম্যদূরীকরণসহ চিকিৎসকদের সকল অধিকার ও ন্যায় সঙ্গত দাবি আদায়ে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন সদা তৎপর ও অগ্রণী ভূমিকা পালন করবে।
বিডি প্রতিদিন/আরাফাত