বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়।
আন্দোলনকারীরা জানান, তিন ধাপে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আত্তীকরণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার শিক্ষককে। আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তারা বলছেন, এই বিজ্ঞপ্তি হলো প্রতিশ্রুতির বরখেলাপ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দুই সপ্তাহের মধ্যে জাতীয়করণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ