দেশে আজ বৃহস্পতিবার রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে শীত বাড়তে পারে। এ ছাড়া আগামী তিন দিন সারাদেশে বাড়বে পারে শীত। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এই ২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
এ ছাড়া আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ