চীনের কোনো ভ্যাকসিন উৎপাদন বিষয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
রবিবার বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, বাংলাদেশে যারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে তাদের একটা শর্টলিস্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
এর আগে বুধবার চীনের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের টিকা ৫ লাখ টিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/হিমেল