বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। নির্বাচন কমিশনের ওপর বিএনপির আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করা হবে।’
সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি নিজের অনুভূতি ও নির্বাচনী চ্যালেঞ্জের বিষয় নিয়ে নানা কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিএনপি বলছে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মতো বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করে সেটির চেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।’
তিনি বলেন, ‘সকলে সহযোগিতা না করলে- যাকে রাজনৈতিক ক্রাইম বলা হয়, তাই সকলের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। তাহলে হয়তো কিছুটা সফলতা আনা যেতে পারে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ