জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে নারীরাও এখন অপহরণ হচ্ছে। হতভাগ্য নারীদের কেউ ফিরে আসছেন আবার কেউ চিরদিনের মতো হারিয়ে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যমে এমন সংবাদে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দেশে এখন আর গণতন্ত্র নেই। দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের কোথাও জবাবদিহিতা নেই।
শনিবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে মৌলভীবাজারের ব্যবসায়ী আলতাফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টি সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের বি-টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করে বলেছে, এরশাদের জাতীয় পার্টির শাসনামলের চেয়ে জনগণকে বেশি অধিকার দেওয়া হয়েছে। আসলে পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময় সাধারণ মানুষ যে অধিকার ভোগ করেছে এখন তার ছিটেফোটাও নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, আতিকুর রহমান আতিক, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব মাহমুদ আলম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ফখরুল ইমাম এমপি, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আখতার এমপি, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, হেনা খান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, জাহাঙ্গীর আলম পাঠান, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, তফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, আলমগীর হোসেন, আরিফুল ইসলাম রুবেল, মখলেছুর রহমান বস্তু, শামীম আহমেদ রিজভী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত