বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম রয়েল এবং হাজী সাখাওয়াত হোসেন নান্নুকে কৃষকদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার কৃষক দলের দফতর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ