অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসানকে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সদস্য (আইন বিষয়ক) থেকে পদ অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার এরশাদ ট্রাস্টের প্যাডে চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ স্বাক্ষরিত ও লিখিত নোটিশের মাধ্যমে তাকে অব্যাহতির কথা জানানো হয়।
কাজী রুবায়েতের কাছে পাঠানো অব্যাহতিপত্রে লেখা হয়, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেয়া হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
অব্যাহতিপত্রটি এরইমধ্যে এরশাদ ট্রাস্টের সব সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত