আওয়ামী লীগ সরকারের কার্যকলাপে কোনও পরিবর্তন হয় নাই। তারা বিএনপির থেকে বেশি খারাপ কাজ করেছে। তারা অর্থনৈতিক লুটপাট থেকে শুরু করে মানুষের জানমাল কেড়ে নিচ্ছে। এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সফরে এসে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজা পরিদর্শনেকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ কার্যকলাপে কোন পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগকে আমরা সমর্থন দিয়েছিলাম যে আশায় সেইগুলোর কোনটারই সমাধান করেনি বরং আরো বেশি করেছে। বিচার বর্হিভূত হত্যা ও দূর্নীতি দূরীকরণ, দলীয়করণের অনিয়ম এবং হাওয়া ভবন দখলসহ বিভিন্ন অনিয়ম করেছে বর্তমান সরকার
নির্বাচন বর্জন ও ইভিএম নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন বর্জনের বিষয়টি পার্টির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সাধারণ জনগণের কথা চিন্তা করতে হবে, পার্টির নেতাদের সাথে পরামর্শ করতে হবে। তাছাড়া দেশবাসীর কথা বলতে গেলে বা কিছু জানাতে গেলে সংসদের মাধ্যমেই বলার সুযোগ পাই। তাই এ বিষয়ে আমরা কোনও রকম সিদ্ধান্ত নেই নাই।
হিন্দু সম্প্রদায়ের লোকজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জাতীয় পার্টির সরকার সব সময় তাদের সাথে ছিল আর সব সময় পাশে থাকবে।যে কোনও আপদে বিপদে আনন্দে সব সময় হিন্দু সম্প্রদায়ের সাথে থাকব আমরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ