আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দলটির সকল সাংগঠনিক জেলা-মহানগর শাখার কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ করা হচ্ছে।
বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ কার্ড বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পপাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আকতার পপি, আনিসুর রহমান প্রমুখ।
ঢাকা জেলা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণের মাধ্যমে এই কাজ শুরু হয়। এবারের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনে ডেলিগেটের সংখ্যা ১ লক্ষাধিক হতে পারে। জেলা/মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক অথবা তাদের যৌথ স্বাক্ষরের চিঠিসহ মনোনীত প্রতিনিধি কাউন্সিলর, ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত