চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এরমধ্য দিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো। এসময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে স্বশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন হারুনুর রশীদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ