১১ অক্টোবর, ২০২৩ ১০:৪৩

বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে সরকার: ইউট্যাব

অনলাইন ডেস্ক

বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে সরকার: ইউট্যাব

সংগৃহীত ছবি

বিরোধী দল দমনে সরকার উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে তার বাসভবন ঘেরাও পরবর্তী থানায় তুলে নেওয়া এবং বিনা কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খারাপ এবং অপেশাদার আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান আজ বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর ধানমন্ডিস্থ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসা ঘিরে রাখে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা এ্যানির বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি পুলিশ দরজায় লাথি মারতে থাকে এবং দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে এ্যানিকে গুলি করার হুমকিও দেয়। অথচ তিনি সব মামলায় জামিনপ্রাপ্ত। তারপরও তারা বেআইনিভাবে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গভীর রাতে এ্যানিকে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। কোনো কারণ ছাড়াই গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে থানায় নেওয়া গভীর উদ্বেগের এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।

অবিলম্বে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করে তাকেসহ বিএনপি ও বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর