শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ২২ শতাংশ

ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশের বেশি। গত সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার। যা আগের মাসের তুলনায় ১৪ কোটি ডলার বেশি। চলতি অর্থবছরের তিন মাসে এসেছে ৩৪৭ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৭ হাজার কোটি টাকা। আগের তুলনায় তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রোজার মাস সামনে রেখে গত জুলাইয়ে ১৪৯ কোটি ১৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, এক মাসের হিসাবে যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স।

 

সর্বশেষ খবর