শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাংবাদিক দীপঙ্কর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সহ সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৃথক দুটি স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দায়ের করা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

বগুড়ার শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ঠাণ্ডা আজাদসহ স্থানীয় সাংবাদিকরা। অপরদিকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনুু, উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা, শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সবুজ চৌধুরী, আব্দুল মান্নান, আইয়ুব আলী, নিহত সাংবাদিকের ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ খবর