বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
হাই কোর্টের রুল

আপন জুয়েলার্সের মালিকসহ ৩ জনের জামিন কেন নয়

নিজস্ব প্রতিবেদক

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম, তার দু্ই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় কেন জামিন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ বিষয়ে পৃথক আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গত মে মাসে গ্রেফতারের পর কারাগারে আছেন দিলদারের ছেলে সাফাত আহমেদ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ বিষয়ে তদন্তে নামেন শুল্ক গোয়েন্দারা।

 ১২ আগস্ট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে। পরে তিনভাই হাই কোর্ট থেকে আগাম জামিন নেন। মেয়াদ শেষে বিচারিক আদালতে হাজিরা না দেওয়ায় ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২৪ অক্টোবর আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বিচারিক আদালতে জামিন না পেয়ে তারা হাই কোর্টে জামিনের আবেদন করেন।

সর্বশেষ খবর