মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
দুর্নীতি ও মানিলন্ডারিং মামলা

সকালে গ্রেফতার বিকালে জামিন পেলেন জজ কোর্টের নাজির

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ৩৫ কোটি টাকার দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের দুটি মামলায় গতকাল সকালে গ্রেফতার হওয়া জজ কোর্টের নাজির মো. আলমগীর বিকালেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গতকাল সকালে জেলা শহর মাইজদীর কৃষ্ণরামপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি। পরে বিকাল ৩টায় তাকে সিনিয়র স্পেশাল জজ ছালেহ্ উদ্দিন আহমদের আদালতে সোপর্দ করলে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ সময় দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল কাশেম। আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। এ বিষয়ে দুদকের আইনজীবী আবুল কাশেম বলেন, আদালত চাইলে যে কাউকেই জামিন দিতে পারে। দুদক জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে মো. আলমগীরের বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ নভেম্বর থেকে তদন্ত শুরু করে দুদক। তদন্তে তার বিরুদ্ধে ৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন, সরকারি কর্মচারীর তথ্য গোপন করে ব্যবসা দেখিয়ে ২৭ কোটির বেশি টাকা ব্যাংকে লেনদেন, বিদেশে ভ্রমণসহ নানা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়।

এতে সহযোগিতা করেন তার স্ত্রী জুডিসিয়াল নাজির নাজমুন নাহার, বোন আফরোজা আক্তার ও বন্ধু বিজন ভৌমিক। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে মো. আলমগীরকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় তার স্ত্রী, বোন ও বন্ধুকেও আসামি করা হয়েছে। দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ গ্রেফতার ও বিকালে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর