শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ দাবি সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক

অষ্টম পে-স্কেল সংশোধন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণসহ আট দফা দাবি জানিয়েছে ‘১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে এখনো বঞ্চিত।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে- টাইমস্কেল ও সিলেকশন  গ্রেড পুনর্বহাল এবং ২০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, সরকারি বিভিন্ন দফতর, অধিদফতর, সচিবালয়ে এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী নির্ধারণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন বহাল।

আগামী ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১১ থেকে ২০ গ্রেডের বিভিন্ন চাকরিজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর