বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানুষ নিজের হাতে ভোট দিতে চায়

-ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

মানুষ নিজের হাতে ভোট দিতে চায়

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইভিএম নয়, জনগণ নিজের হাতে ভোট দিতে চায়। এ জন্য আমরা ভোট চুরির ওই মেশিন (ইভিএম) বাতিলের দাবি জানাচ্ছি। গতকাল রাতে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নিজস্ব বাসভবনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে রাতের অন্ধকারে তারা (আওয়ামী লীগ) ভোট চুরি করেছে, তেমনি ইভিএমের মাধ্যমে সিটি নির্বাচনেও ভোট চুরির মাধ্যমে বিজয়ী হতে চায়। কিন্তু ঢাকাবাসী এই চুরির মেশিনের মাধ্যমে নির্বাচন চায় না। তাই এটা বাতিল করতে হবে। তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এর মাধ্যমে আমরা ঢাকাবাসীকে সংগঠিত করে সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করব। এ সময় তিনি সিটি নির্বাচনের জন্য প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় একটি করে প্রচার কমিটি গঠন করার নির্দেশনা দেন। মির্জা আব্বাস বলেন, সরকার তড়িঘড়ি করে সিটি নির্বাচন দিয়ে যেমন ফন্দি এঁটেছে, আমাদেরও বিভিন্ন কৌশলের মাধ্যমে তার জবাব দিতে হবে। ইশরাক হোসেন বলেন, এটা ইশরাক আর তাপসের লড়াই নয়।

 এ নির্বাচন হলো, ধানের শীষ আর নৌকার লড়াই। আর আমাদের কাছে এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন। এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। তার মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোথাও কারও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে সেখানে ছুটে গিয়ে তা মোকাবিলা করার চেষ্টা করব।  অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর