বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমরণ অনশনে মুক্তিযোদ্ধা পরিবার

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলার দক্ষিণ পিপলিতা গ্রামের মৃত হোসেন আলী খানের ছেলে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম খান। গেজেট নম্বর-৪০১। যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও নিজ গ্রামেই তিনি এখন পরাধীন। স্থানীয় একটি চক্র তার ভিটেমাটিসহ পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছে। পৈতৃক সম্পত্তি যাতে উদ্ধার করতে না পারেন সেজন্য ওই মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে একের পর এক হুমকি দিয়ে ভিটেমাটি ছাড়া করেছে চক্রটি। নিরাপত্তাহীনতায় ১৫ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা ও তার পরিবার। এই শীতের মধ্যেও গতকাল জাতীয়  প্রেস ক্লাবের সামনে পরিবার নিয়ে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীর আলম খান।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ঝালকাঠির এমপি আমির হোসেন আমুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই মুক্তিযোদ্ধা। জাহাঙ্গীরের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেছেন তার স্ত্রী ইসরাত জাহান, মেয়ে নুসরাত জাহান, তায়েবা জাহান, বোন রুনু বেগম, ভাই দুলাল খান, দুলালের স্ত্রী কলি বেগম।

সর্বশেষ খবর