শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিব শতবর্ষের ক্ষণগণনা মেশিন ভাঙচুর

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা মেশিন ভাঙচুর মামলায় পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় পার্টি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঝাড়– ও লাঠি মিছিল নিয়ে উপজেলা পরিষদ ভবনের ভিতরের গেটে স্থাপিত মুজিব শতবর্ষের ক্ষণ গণনা মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রসমাজের নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

 এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে জাতীয় পার্টির ১০ জন নামীয় ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করে। এরা হলেন- পল্লীবন্ধু পরিষদের জেলা আহ্বায়ক আবদুর রাজ্জাক ও শান্তিরাম ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি আবু বক্কর সিদ্দিক। রাজ্জাক উপজেলার মধ্য বেলকা গ্রামের আবদুল খালেকের ছেলে ও পরান গ্রামের আনসার আলীর ছেলে আবু বক্কর। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল তিনজনে। থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর