বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মুকুন্দলালের ৪২তম প্রয়াণবার্ষিকী আজ

মুকুন্দলালের ৪২তম প্রয়াণবার্ষিকী আজ

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৪২তম প্রয়াণবার্ষিকী আজ। তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে আজ বিকাল ৪টায় ধর্মরায়ের বাড়িতে মুকুন্দলাল সরকারের জীবন ও কর্মের ওপর আলোচনা ও স্মৃতি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও পাশর্^বর্তী গ্রাম হাইশুরের বৃদ্ধাশ্রমে খাবার পরিবেশন ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। মরহুমের ছেলে লেখক ও এডুকেশন টুডে পত্রিকার সম্পাদক মনীন্দ্রনাথ সরকার, এম আর ইঞ্জিনিয়ারিংয়ের জেনারেল ম্যানেজার সুভাষ সরকার ও  জ্যেষ্ঠ সাংবাদিক ও বাসসের সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকার তাদের পিতার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর