রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টন মোড়, বিজয়নগর নাইটেঙ্গলে পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করতে কাঁটাতারের ব্যারিকেড তৈরি করলে সেখানেই মিছিলের সমাপ্তি ঘটে। বৈরী আবহাওয়ার মধ্যেও বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত নেই। দেশের মেহনতি ও খেটে খাওয়া মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ফলে জনগণের কষ্ট তাদের কিছু যায় আসে না। বরিশালের বাকেরগঞ্জে ইমামের হাতকাটার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আনোয়ার হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর