বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশে শেয়ারবাজারের সম্ভাবনা বাড়ছে। চাহিদা ও সরবরাহ দুই দিক থেকেই সমৃদ্ধ হচ্ছে বাজার। যা একটি শক্তিশালী শেয়ারবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন। তিনি বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার। গতকাল রাজধানীর পল্টনে আলরাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ ও ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনূসুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।